জেনে নিই সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সম্পর্কে - ২০২৪ ইং
ভূমিকা : শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা। অনেক শিক্ষার্থীরা জানতে চায় নতুন বছরে কোন দিন তাদের বিদ্যালয় ছুটি থাকবে। তেমনি, শিক্ষকদের জানার আগ্রহ থাকে ছুটির দিন গুলো জানতে। কেননা, অনেকেই এই ছুটি দিন গুলো দেখে তাদের কাজ রাখে, কেউবা বেড়াতে যাবার প্রোগ্রাম করে থাকে। আর শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলে শিক্ষার্থীদের ভিতরে আনন্দ কাজ করে। তাই এবারে জেনে নিই ২০২৪ সালে সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিন গুলো।
জেনে নিই সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সম্পর্কে - ২০২৪ ইং |
১. * শব-ই-মিরাজ - ( ০৯, ফেব্রুয়ারি, শুক্রবার ২০২৪) =০১ দিন।
২. শ্রীশ্রী সরস্বতী পূজা - ( ১৪, ফেব্রুয়ারি, বুধবার ২০২৪) =০১ দিন।
৩.* শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - (২১,ফেব্রুয়ারি, বুধবার, ২০২৪) =০১ দিন।
৪. * মাঘী পূর্ণিমা - (২৩,ফেব্রুয়ারি, শুক্রবার ২০২৪) =০১ দিন।
৫. * শব-ই-বরাত - (২৬,ফেব্রুয়ারি, সোমবার ২০২৪) =০১ দিন।
৬. শ্রী শ্রী শিবরাত্রি ব্রত - (০৮,মার্চ, শুক্রবার, ২০২৪) =০১ দিন।
৭. * পবিত্র রমজান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ),শুভ দোলযাত্রা (২৫ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), ইষ্টার সানডে (৩১ মার্চ), * জুমাতুল বিদা (০৫ এপ্রিল), শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব (০৬ এপ্রিল), * শব-ই-ক্বদর (০৭ এপ্রিল), * ঈদ-উল-ফিতর (১১ এপ্রিল), বৈসাবি (১২ এপ্রিল), চৈত্র সংক্রান্তি (১৩ এপ্রিল), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) - ( ১১ মার্চ,সোমবার ২০২৪ থেকে ১৮এপ্রিল, ২০২৪) = ২৯ দিন।
৮. মে দিবস - (০১ মে, বুধবার ২০২৪) = ০১ দিন।
৯.* বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) - (২২ মে, বুধবার ২০২৪) = ০১ দিন।
১০. * পবিত্র ঈদ-উল-আযাহা ও গ্রীষ্মকালীন অবকাশ - (১৩ জুন বৃহস্পতিবার ২০২৪ থেকে ০২ জুলাই, মঙ্গলবার ২০২৪) = ১৪ দিন।
১১. * হিজরি নববর্ষ - (০৮ জুলাই, সোমবার ২০২৪) =০১ দিন।
১২. * পবিত্র আশুরা ( মহররম) - (১৭ জুলাই, বুধবার ২০২৪) =০১ দিন।
১৩. * জাতীয় শোক দিবস - (১৫ আগষ্ট, বৃহস্পতিবার ২০২৪) =০১ দিন।
১৪. শুভ জন্মাষ্টমী - ( ২৬ আগষ্ট, সোমবার ২০২৪) =০১ দিন।
১৫. * আখেরি চাহার সোম্বা - (০৪ সেপ্টেম্বর, বুধবার ২০২৪) = ০১ দিন।
১৬. * ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) - (১৬ সেপ্টেম্বর, সোমবার ২০২৪) =০১ দিন।
১৭. শ্রী শ্রী দূর্গাপূজা ( বিজয়া দশমী ১৩ অক্টোবর), ফাতেহা-ই- ইয়াজদাহম (১৫ অক্টোবর), শ্রীশ্রী লক্ষী পূজা (১৬ অক্টোবর), ও *প্রবারণা পূর্ণিমা (১৬ অক্টোবর) - (০৯ অক্টোবর, বুধবার ২০২৪ থেকে ১৭ অক্টোবর, ২০২৪) = ০৭ দিন।
১৮. শ্রী শ্রী শ্যামা পূজা - (৩১ অক্টোবর,বৃহস্পতিবার ২০২৪) = ০১ দিন।
১৯.শীতকালীন অবকাশ, **বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ২৫ ডিসেম্বর - ( ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৪ থেকে ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৪) = ১১ দিন।
২০. প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি - ০৩ দিন।
সর্বমোটঃ ৭৬ দিন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url