OrdinaryITPostAd

বসন্ত বরণ ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ইং

 ভূমিকা

আমাদের দেশ ঋতু বৈচিত্র্যে সৌন্দর্যময়, ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রতি বছর বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায়, কখনো প্রখর তাপদাহ, কখনো প্রবল বর্ষন আবার কখনো তীব্র শৈত্যপ্রবাহ, এভাবেই প্রকৃতি যেন রুপে-রঙে-রসে ঝলমল করে ওঠে, বারবার জেগে ওঠে নতুন আনন্দে, ভিন্ন ভিন্ন রুপে ও বৈচিত্র্যে বাংলার প্রত্যেকটি ঋতুই আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায়, ঋতু কালচক্রের সর্বশেষ ঋতু বসন্ত। বসন্তকাল তার ফুল ফলের রঙিন ডালি নিয়ে সকলের মনে দোলা দিয়ে যায়। ছয়টি ঋতুর মধ্যে বসন্ত চির রঙীন তাই একে ঋতুরাজ বসন্ত বলা হয়।

বসন্ত বরণ ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ইং

বসন্তকাল সম্পর্কে ১০ টি বাক্য

1.ঋতুচক্রের ছয়টি ঋতুর মধ্যে শেষ ঋতুটি হল বসন্ত । ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল ৷

2.প্রকৃতির রাজ্যে বুড়ো শীত চলে যাওয়ার পর ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। বসন্তের আগমন ঘটলে চারদিকে খুশির স্পর্শ অনুভূত হয়।

3.এই ঋতুটি হল সকল ঋতুর চেয়ে শ্রেষ্ঠ, তাই একে ‘ঋতুরাজ’ বলা হয়ে থাকে।

4.বসন্তকালের পরিষ্কার ঝকঝকে সকাল প্রকৃতিরাজ্যে এক মোহময় পরিবেশের সৃষ্টি করে।

5.শীতকালে গাছ থেকে যেসব পাতা ঝরে পড়ে, বসন্ত এলে সেসব গাছে আবার নতুন করে পাতা জন্মায়।

6.পলাশ, শিমুল ওকৃষ্ণচূড়া গাছের সবুজ শাখা লাল ফুলে ভরে ওঠে। আমের ডালে মুকুল ধরে। চারদিকে কোকিলের কুহু কুহু ডাক শুনতে পাওয়া যায়।

7.বসন্তকালে মানুষের জীবনে আসে আনন্দের দোল উৎসব বা হোলি। দোল উৎসবে একে অপরকে রং দেওয়ার মধ্য দিয়ে মানুষের শরীর ও মন এক অনাবিল খুশিতে ভরে ওঠে।

8.দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস বইতে থাকে।

9.তবে এসময় বসন্তরোগের প্রাদুর্ভাবও দেখা যায়।

10.ঋতুরাজ বসন্ত যাবার আগেও দু-হাত ভরে দিয়ে যায় নতুন একটা বছর, বৈশাখীর আনন্দে বাঙালীকে মাতিয়ে বিদায় নেয় ঋতুরাজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪