OrdinaryITPostAd

আসুন জেনে নিয় পবিত্র শবে বরাতের দিনে ও রাতে কী কী করণীয়।

আসুন জেনে নিয় পবিত্র শবে বরাতের দিনে ও রাতে কী কী করণীয়। 
                                                                    পবিত্র শবে বরাত  


'শবে বরাত' ফারসি শব্দ। 'শব' শব্দের অর্থ রাত, 'বরাত' শব্দের অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। শবে বরাত বা মধ্য-শা'বান (আরবি: نصف شعبان, প্রতিবর্ণীকৃত: নিসফে শাবান) বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন।

যখন মধ্য শাবানের রাত আসে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো।  কেননা এদিন অস্তমিত হওয়ার পর আল্লাহ তায়ালা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং  বলেন কে কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, কে কে কী চায় আমার কাছ থেকে। এ রাত আমাদের  নফল নামাজ পড়ে ইবাদতের বন্দি হতে হবে, তাহলে আল্লাহ তায়ালা নিকট আমাদের আর্জি পৌছাবে।

শবে বরাত রাতে ইবাদতের পাশাপাশি হালুয়া রুটি খাওয়ার ও প্রচলন রয়েছে অনেকের মাঝে। তবে এটি ইসলামিক বিধান সম্মত কোনও বিষয় নয়। অনেকে আবার হালুয়া রুটির প্রচলনের বিষয়ে উহুদ যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহিদ হওয়ার ঘটনাকে সামনে নিয়ে আসেন।

শবে বরাত রাত ফজিলতপূর্ণ হলেও এতে নির্দিষ্ট কোনো ইবাদত ও আমল নেই।  তবে বিশেষ কিছু আমল করা যায়। এ রাতে নিজ নিজ ঘরে ইবাদত বন্দী হওয়া যায়। এ রাতে নফল নামাজ পড়ে আল্লাহ তায়ালা নিকট ইবাদত বন্দী হতে হয়। এই রাতে আল্লাহ তায়ালা তাঁর গুনাগার বান্দাদের ইবাদতের মাধ্যমে গূণাহ মাফ করে থাকেন। 

তাই

                                                              পবিত্র শবে বরাত


শবে বরাত রাতে আমরা সবাই আল্লাহ তায়ালা নিকট ইবাদত করবো এবং আমরা ক্ষমা প্রার্থী হবো, এবং দেশের ও দেশের মানুষরা যেন পাপ কাজ থেকে মুক্ত থাকে, ও তাঁরা যেন আল্লাহ তায়ালা সঠিক আমল করতে পারে।

আরো বিষয় তথ্য জানাতে আমাদের সাথেই থাকুন( আদিলা আই. টি.)।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪